![]() |
| ফুলতলা প্রতিদিন স্থানীয় মানুষের আস্থার প্রতীকঃ বক্তারা |
নিজস্ব প্রতিবেদকঃ খুলনার ফুলতলা উপজেলা পরিষদ অডিটরিয়ামে দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয় স্থানীয় পত্রিকা দৈনিক ফুলতলা প্রতিদিন-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় মূল কার্যক্রমের। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদ ও ১৯৭১-এর বীর শহীদদের পাশাপাশি চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য
সভাপতির বক্তব্য
আলোচক ও অতিথিদের বক্তব্য
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিআইএন টিভির সম্পাদক আবু হামজা বাঁধন। তিনি বলেন, স্থানীয় পত্রিকাগুলো শুধু সংবাদ প্রকাশই নয়, বরং উন্নয়নমূলক উদ্যোগ ও সমস্যা তুলে ধরে সমাজকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখছে। তিনি সাংবাদিকতার মান রক্ষায় সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ফুলতলা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক জি এম শহীদুল ইসলাম, সহ-সম্পাদক মীর দিনার হোসেন, বার্তা সম্পাদক নাসিম রেজা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর্জা গালিব উজ্জ্বল, ভাইস চেয়ারম্যান গোলাম রব্বানী, যুগ্ম মহাসচিব মো: জুবায়ের, যুগ্ম মহাসচিব উজ্জ্বল হোসেন প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল হাসান প্রমুখ।
ক্রেস্ট ও সম্মাননা প্রদান
অনুষ্ঠানের সমাপনী পর্বে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

0 Comments