![]() |
অপরাধীদের আতঙ্ক মোঃ জসিম উদ্দিন! বল্কহেডসহ বালু ড্রেজার জব্দ, ২ লক্ষ টাকা জরিমানা! |
ছনুয়া মনুমিয়াজির ঘাটে কোস্টগার্ড ও প্রশাসনের যৌথ অভিযান! অবৈধ বালু উত্তোলনে বল্কহেড ড্রেজার জব্দ, এসিল্যান্ড জসিম উদ্দিনের প্রশংসায় মুখর স্থানীয়রা
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীর মনুমিয়াজির ঘাট এলাকায় ০৩ জুলাই ২০২৫ তারিখে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে ২টি বল্কহেড ড্রেজার আটক করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে কোস্টগার্ডের সহায়তায় পরিচালিত এ অভিযানে ড্রেজারবাহী দুইটি বোটকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ লক্ষ টাকা অর্থদণ্ড অথবা ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, অভিযানের সময় একটি বোটের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় তা মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। অপর বোটটির মালিকপক্ষ অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হওয়ায় বোটটি জব্দ করে কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়। সেই সঙ্গে ওই বোটে থাকা মোঃ ইউছুপ (৪৫), পিতা-মোঃ মোস্তফা, সাং-দক্ষিণ মঙ্গলচর, চরফ্যাশন, ভোলা — নামক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
এ প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
স্বল্প সময়ের মধ্যেই এসিল্যান্ড মোঃ জসিম উদ্দিন বাঁশখালীবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে নির্ভীক ও কঠোর অবস্থান ইতিমধ্যে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক এবং অপরাধীদেরকে আতঙ্কে পরিণত করেছে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তিনি বাঁশখালীকে অপরাধমুক্ত, সুশৃঙ্খল ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
পূর্বের অভিযানে কী হয়েছিল জানতে ক্লিক করুন!
স্থানীয় সচেতন মহল এসিল্যান্ডের এমন সাহসিক ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এবং তার এ ধরনের অভিযানকে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। আরও জানতে....
#অবৈধবালু #মোবাইলকোর্ট #বাঁশখালী #এসিল্যান্ডজসিমউদ্দিন #আইনশৃঙ্খলা #মানবাধিকারবার্তা২৪
0 Comments