![]() |
জিআর পরোয়ানাভুক্ত ৬ আসামি ধরা পড়ল চান্দগাঁও থানার অভিযানে! |
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযানে ৬ জন জিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে চান্দগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশ নেন এসআই জসীম উদ্দিন, এসআই রাশেদুল ইসলাম, এএসআই আনছারুল করিম, এএসআই গোলাম কিবরিয়া, এএসআই সুজন কুমার দাস, নারী কনস্টেবল রোমানা আক্তার ও শান্তা আক্তার।
গ্রেফতারকৃতরা হলেনঃ
১. আবদুল মাবুদ (৫৩)- চান্দগাঁও থানার ভাই ভাই কলোনী এলাকা থেকে জিআর-৩১৯/২৪ মামলায়।
২. আঁখি আকতার লিজা- একই থানার বাড়ইপাড়া এলাকা থেকে জিআর-৫২১/২৪ মামলায়।
৩. রোজি আকতার (৪৪)- গোলাম আলী নাজির পাড়া থেকে জিআর-৩৩৪/২০ মামলায়।
৪. সাজেদা আক্তার (৩৫)- বাড়ইপাড়া থেকে জিআর-৩২৫/২৪ মামলায়।
৫. মোহাম্মদ মাসুম (১৬)- বাদামতল এলাকা থেকে শিশু আইন ২০০০-এর অধীনে মামলা নং-৬৩/২০২৪ মূলে।
৬. মো. হাবিব (৩০)- মোহরা এলাকা থেকে ননজিআর-১৬৮৮/২০১৩ মূলে।
গ্রেফতার অভিযানে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মামলার জিআর পরোয়ানা ছিল। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করেছে।
পুলিশের এই অভিযানকে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ হিসেবে অভিহিত করা হচ্ছে।
0 Comments