Header Ads Widget

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁশখালীর তারুণ্যের মিলনমেলা, সেমিনার ও রম্য বিতর্ক অনুষ্ঠিত!

বাঁশখালীর উন্নয়নে তরুণ প্রজন্মের সম্ভাবনা নিয়ে ঢাকায় সেমিনার অনুষ্ঠিত

ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের নিয়ে “তারুণ্যের ভাবনায় বাঁশখালী” শীর্ষক সেমিনার, রম্য বিতর্ক এবং মিলনমেলা!

২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার লেকচার হলে অনুষ্ঠিত হয়। আয়োজনটি পরিচালনা করে “স্টুডেন্ট এলায়েন্স অফ বাঁশখালী”। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ঢাকায় অবস্থানরত বাঁশখালীর শিক্ষার্থীদের একত্রিত করা এবং এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা তুলে ধরা।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহকারী অধ্যাপক ও বাঁশখালীর সন্তান কাজী জামশেদ, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা অধিদপ্তরের পিএস টু চেয়ারম্যান হাসনাত হিরো, মীর মিজান অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মিজান শিকদার, কুয়েত দূতাবাসের মিশন সেক্রেটারি ফারুক আজম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন।

আলোচনায় উঠে আসে বাঁশখালীর পর্যটন শিল্পের সম্ভাবনা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার ভূমিকা, যানজট সমস্যার সমাধান এবং আইনগত জটিলতা নিরসনে লিগ্যাল এইড ফোরাম গঠনের প্রয়োজনীয়তা। আলোচকরা বাঁশখালীর বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

স্টুডেন্ট এলায়েন্স অফ বাঁশখালীর মুখপাত্র আরকানুল ইসলাম রূপক জানান, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা এবং অপসংস্কৃতি, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করা তাদের প্রধান লক্ষ্য। তাদের লক্ষ্য একটি সমৃদ্ধ বাঁশখালী গড়ে তোলা।

দিনব্যাপী আয়োজনে কুইজ প্রতিযোগিতা এবং “ইউনিয়ন সেরার মহড়া” শীর্ষক রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় জনপ্রিয় ব্যান্ড দ্য ক্যাফেনিয়ারস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির শিল্পী রবিন। বাঁশখালীর শিক্ষার্থীরা নিজস্ব আঞ্চলিক পরিবেশনা দিয়ে আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

“ইউনিয়ন সেরার মহড়া” প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সাধনপুর ইউনিয়নের প্রতিনিধি জিহান মুহুরি, দ্বিতীয় স্থান অর্জন করেন কাথারিয়া ইউনিয়নের প্রতিনিধি ফারিব মুনতাসীর, এবং তৃতীয় স্থান অর্জন করেন গণ্ডামারা ইউনিয়নের প্রতিনিধি কলিম উল্লাহ মিসবাহ।

এই আয়োজন বাঁশখালীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে এই উদ্যোগ বাঁশখালীর সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজক ও অতিথিরা আশা ব্যক্ত করেন। আরও জানতে....

Post a Comment

0 Comments