![]() |
সাম্প্রদায়িক অপশক্তি প্রতিরোধে বাঁশখালীতে সাধারণ ছাত্রদের তিন দফা দাবি |
বাঁশখালীতে ষড়যন্ত্র প্রতিরোধ ও এসিড হামলার প্রতিবাদে সাধারণ ছাত্র জনতার মানববন্ধন
চট্টগ্রাম শহরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের ওপর এসিড নিক্ষেপের প্রতিবাদে এবং দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে বাঁশখালী উপজেলার সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৮নভেম্বর'২৪ ইং তারিখ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, মানবাধিকার কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন মাওলানা এনাম, এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা এমদাদ উল্লাহ, ফাযিল ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় হাটহাজারীর শিক্ষক।
উদ্বোধনী বক্তব্যে মানবাধিকারকর্মী ও সাংবাদিক এইচ এম আব্বাস খান বলেন, “আমরা বাঁশখালীর ছাত্র সমাজ দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখতে প্রস্তুত আছি। চট্টগ্রাম শহরে সেনা ও পুলিশ সদস্যদের ওপর এসিড হামলা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাটহাজারী হামিদিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ওয়াহিদুল্লাহ, বাঁশখালী ছাত্র সংস্থার সহ-সভাপতি এইচ এম মিজানুর রহমান, এ.কে.আর তালেব, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা ইব্রাহীম ও মোঃ রহিম উল্লাহসহ আরও অনেকে।
বক্তারা তিন দফা দাবি তুলে ধরেনঃ
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সকল অপশক্তিকে নিষিদ্ধ করতে হবে: বক্তারা জানান, সম্প্রীতি নষ্ট করে যারা সমাজে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।
ক্ষতিপূরণ ও উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা: তারা বলেন, “ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে এবং আহত যৌথ বাহিনীর সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। মুসলমানদের নিরাপত্তা জোরদার করে এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধ করতে হবে।”
প্রশাসনিক শক্তি বৃদ্ধি ও দুর্নীতি মুক্তির প্রয়োজনীয়তা: প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী করে সকল প্রকার সাম্প্রদায়িক সহিংসতা রুখতে হবে। বাঁশখালীতে সরকারি অফিস ও আদালতগুলো দুর্নীতিমুক্ত রাখার জন্য বক্তারা প্রশাসনের কাছে জোর দাবি জানান।
সমাপনী বক্তব্যে সাধারণ ছাত্র জনতা বাঁশখালীর আহ্বায়ক মোহাম্মদ তাওহীদুল ইসলাম বলেন, “দেশের জন্য ভালোবাসা ও সম্প্রীতি ধরে রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বাঁশখালীর ছাত্রসমাজ কখনো কোনো অপশক্তিকে এ অঞ্চলে আধিপত্য বিস্তার করতে দেবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বাঁশখালীর ছাত্র সমাজ সর্বদা এগিয়ে থাকবে।”
এই মানববন্ধনে স্থানীয় শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। আরও জানতে ক্লিক করুন..
0 Comments