![]() |
গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোহাম্মদ ইলিয়াছকে আটক করলো চান্দগাঁও থানা পুলিশ! |
সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ ইলিয়াছ চান্দগাঁও থানার অভিযানে গ্রেফতার
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)-এর চান্দগাঁও থানা কর্তৃক একটি বিশেষ অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ ইলিয়াছ (পিতা-মরহুম হাজী ছালেহ আহমদ) গ্রেফতার হয়েছেন। শনিবার, ১১ নভেম্বর ২০২৪ তারিখে চান্দগাঁও থানা এলাকার ডেপুটি রোড সংলগ্ন ইলিয়াছ ভবনের পাশে ভিআইপি ল্যান্ড কমিউনিটি সেন্টারের কাছে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন।
গ্রেফতার অভিযানে অংশ নেন চান্দগাঁও থানার এসআই হৃদয় মাহামুদ লিটন এবং এএসআই (নিঃ) শাহ আলম। চান্দগাঁও থানা এলাকার হোন্ডা মোবাইল ঈগল-৩১৫ এবং হোন্ডা মোবাইল ঈগল-৩১১ এর দল দায়রা-২৭৪২/২২, সিআর-৭৪/২২ (চান্দগাঁও), ধারা-এনআইএ্যাক্ট ১৩৮ এর মূলে মোহাম্মদ ইলিয়াছকে গ্রেফতার করেন। তিনি দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত হয়ে পলাতক ছিলেন।
অভিযান সম্পর্কে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন বলেন, "আমাদের এই অভিযান চলমান থাকবে, যেকোনো পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আইন অনুযায়ী অপরাধীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।"
এই সফল অভিযানটি চান্দগাঁও থানা পুলিশ সদস্যদের সক্রিয় ভূমিকা ও কর্তব্যনিষ্ঠার প্রতিফলন, যা অপরাধ দমনে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা ও স্বস্তির বার্তা প্রেরণ করছে। আরও জানতে..
0 Comments