Header Ads Widget

বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা!

 বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা!

বাঁশখালীতে বাজার মনিটরিং ও দুই হোটেলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা!

বাঁশখালীর গুনাগরি বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ব্যবসায়ীদের নিয়ম মেনে চলার নির্দেশনা দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় পাঁচজন ব্যবসায়ীকে পণ্য অধিক মূল্যে বিক্রি করার জন্য এবং লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসায়ীদের ১০ হাজার টাকা এবং হোটেল ও রেস্তোরাঁ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ীদের সবজি ও অন্যান্য পণ্যের দাম সহনীয় রাখতে এবং মূল্যতালিকা প্রদর্শনের পরামর্শও দেওয়া হয়। 

এ সময় রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযানে সহায়তা করে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।

Post a Comment

0 Comments