Header Ads Widget

চন্দনাইশ ধোপাছড়িতে সংরক্ষিত বনের গাছ চুরি, সংঘবদ্ধ সক্রিয় চোরচক্র!

 চন্দনাইশ ধোপাছড়িতে সংরক্ষিত বনের গাছ চুরি, সংঘবদ্ধ চোরচক্র সক্রিয়

সংরক্ষিত বনের গাছ চুরি, সংঘবদ্ধ সক্রিয় চোরচক্র!

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি এলাকায় রাতের আঁধারে সংরক্ষিত বনের মূল্যবান সেগুনসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরের দল। স্থানীয়দের অভিযোগ, সরকার পতনের পরপরই এই চোর সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে, যা মূলত প্রশাসনের দুর্বল নজরদারির সুযোগে সরকারি বনের মূল্যবান গাছ ও কাঠ লুট করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর সেপ্টেম্বর মাসজুড়ে সংঘবদ্ধ চোরচক্র উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সরকারি বন বিভাগের আওতাধীন মূল্যবান সেগুনসহ বিভিন্ন প্রজাতির গাছ চুরি করে নিয়ে যাচ্ছে। গত এক মাসে লক্ষাধিক টাকার সেগুনসহ অন্যান্য মূল্যবান গাছ কেটে সাবাড় করেছে এই সিন্ডিকেট।

ধোপাছড়ি বিট কর্মকর্তা মহসিন আলী জানান, বন বিভাগ কিছু গাছ উদ্ধার করতে সক্ষম হলেও চোরদের আটক করা যায়নি।

স্থানীয়দের আরও অভিযোগ, সরকার পতনের পর থেকে এই চোর সিন্ডিকেট ধোপাছড়ি বিট এলাকা থেকে রাতের আঁধারে প্রায় অর্ধশতাধিক সেগুন গাছ কেটে নিয়ে গেছে। ধোপাছড়ি বিট কর্মকর্তা মহসিন আলী বলেন, "গত মাসে বৃষ্টির মধ্যে সংঘবদ্ধ চোরচক্র গাছ কেটে নিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রায় ৩'শ ঘনফুট গাছ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ৮টির অধিক মামলা হয়েছে।"

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, গাছ চুরির এই চক্রের সাথে প্রভাবশালী মহল ও জন প্রতিনিধিরা জড়িত। চিহ্নিত বনখেকোদের এখনই প্রতিরোধ বা গ্রেপ্তার করা না গেলে ভবিষ্যতে ধোপাছড়ি বনাঞ্চল সম্পূর্ণ বৃক্ষশূন্য হয়ে পড়বে।

Post a Comment

0 Comments