![]() |
পাঁচবিবিতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৪ |
বিএনপির দুই পক্ষের আধিপত্য নিয়ে সংঘর্ষে ৪জন আহত, দলীয় কার্যালয় ও সম্পত্তি ভাঙচুর
জয়পুরহাটের পাঁচবিবিতে আধিপত্য
বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপি ও
ছাত্রদলের নেতা-কর্মীরা রয়েছেন। সংঘর্ষের সময় দলটির উপজেলা কার্যালয়ের আসবাবপত্র ও
মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জুলফিকার আলী, মাহিন
ফেরদৌস, মো. সোহাগ, ও আরিফুল ইসলাম—যাঁরা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের
অনুসারী।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়,
দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলায় বিএনপির মধ্যে দুটি পক্ষ সক্রিয়। এক পক্ষের
নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল হান্নান
চৌধুরী, আর অন্য পক্ষের নেতৃত্বে আছেন সাবেক উপজেলা সভাপতি আবদুল গফুর ও জেলা
ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন।
সোমবার রাতে উভয় পক্ষের মধ্যে
বাগ্বিতণ্ডার পর মঙ্গলবার বিকেলে গফুর-শামীম অনুসারীরা একটি মিছিল বের করে।
মিছিলটি দানেজপুর এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়, এতে চারজন আহত হন। পরে পুলিশ ও
সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি
সাইফুল ইসলাম জানান, গফুর ও শামীমের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়।
অন্যদিকে, গফুর পাল্টা অভিযোগ করেন, সাইফুলের লোকজন প্রথমে ইটপাটকেল নিক্ষেপ
করেছিল।
ঘটনার পর ১৪ জনের নাম উল্লেখ করে
অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পাঁচবিবি থানার ওসি কাওছার
আলী নিশ্চিত করেছেন।
0 Comments