Header Ads Widget

বাবার নাটকে নায়িকা রোদেলা টাপুর

নায়িকা রোদেলা টাপুর

বাবার পরিচালনায় নায়িকা হয়ে অভিনয় করলেন রোদেলা টাপুর 

নায়িকা রোদেলা টাপুর

দার্জিলিংয়ে পড়াশোনা করলেও পূজার ছুটিতে ঢাকায় এসে বাবার নাটকে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন রোদেলা টাপুর, পরিচালক সতীর্থ রহমান ও অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার কন্যা।

নায়িকা রোদেলা টাপুর

দার্জিলিংয়ে পড়াশোনা করছেন রোদেলা টাপুর। ক্লাস ও পরীক্ষার ফাঁকে পূজার ১০ দিনের ছুটিতে ঢাকায় পরিবারের কাছে এসেছিলেন। ছুটি কাটানোর পরিকল্পনা থাকলেও পরিচালক বাবার অনুরোধে ছুটির মধ্যেই একটি নাটকে অভিনয় করতে হলো তাঁকে। শুটিং শেষ করে আবার ফিরে যেতে হয়েছে দার্জিলিং। গত বৃহস্পতিবার, বাংলাদেশের সীমান্ত পার হওয়ার সময় টাপুর বলছিলেন, মা-বাবাকে ছেড়ে যেতে প্রতিবারের মতো এবারও তাঁর মন খারাপ হচ্ছিল। টাপুর পরিচালক সতীর্থ রহমান ও অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার মেয়ে।

নায়িকা রোদেলা টাপুর

দার্জিলিংয়ে পড়াশোনার পাশাপাশি টাপুর সেখানকার সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে গান, নাটক, সাঁতারসহ নানা বিষয়ে যুক্ত আছেন। পড়াশোনার পাশাপাশি এসব নিয়েই তিনি ব্যস্ত থাকেন। ছুটির আগে এমন ব্যস্ততায় শরীরের ওজন পর্যন্ত কমে গিয়েছিল বলে জানান তিনি। ‘আমি নাচ, গানসহ অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটিতে যুক্ত থাকি। ছুটির আগে এত ব্যস্ততা ছিল যে পরিবারের সঙ্গে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য ঢাকায় এসেছিলাম। তবে বাবার পরিচালনায় অভিনয়ের সুযোগ পেয়ে না করিনি,’ বলেন টাপুর।

নায়িকা রোদেলা টাপুর

সময়ের সীমাবদ্ধতার কারণে টাপুর প্রথমে ভেবেছিলেন, এবার নাটকে অভিনয় করা সম্ভব হবে না। তবে মাত্র দুই দিনের মধ্যে চিত্রনাট্য তৈরি করে তাঁকে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। তিনি বলেন, ‘বাবার পরিচালনায় কাজ করতে সব সময়ই ভালো লাগে। পাঁচ বছর আগে বাবার পরিচালনায় শিশু চরিত্রে অভিনয় করেছিলাম, তখন অভিনয় বোঝার মতো পরিপক্বতা ছিল না। এবার বাবার নাটকে আমি নায়িকা, যা দারুণ অভিজ্ঞতা। মনে হচ্ছিল, বড় হয়ে যাচ্ছি।’

নায়িকা রোদেলা টাপুর

‘তুমি আসবে বলে’ নাটকটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট হলেও এখানে সমসাময়িক ঘটনাও প্রাধান্য পাবে। এই নাটকে টাপুরের মা গোলাম ফরিদা ছন্দাও তাঁর বর্তমান সময়ের চরিত্রে অভিনয় করেছেন। টাপুরের নায়ক চরিত্রে অভিনয় করেছেন তনয় বিশ্বাস। নতুন সহশিল্পীদের সঙ্গে কাজ করা সবসময়ই উপভোগ করেন বলে জানান টাপুর। তিনি বলেন, ‘নতুন সহশিল্পীদের সঙ্গে কাজ করতে গেলে অনেক কিছু শেখা যায়, এবং সে জন্য নিজেকেও প্রস্তুত করতে হয়। তবে ছুটিতে এসে শুটিং করতে হয়, তাই প্রস্তুতির সময় খুব কম পাওয়া যায়।’

নায়িকা রোদেলা টাপুর

টাপুর আরও জানান, আশুতোষ সুজনের ‘দেশান্তর’ সিনেমায় নায়িকার চরিত্রে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। পরে অনিমেষ আইচের ‘মায়া’ ওয়েব সিরিজে নামভূমিকায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। শিগগিরই চ্যানেল আইতে প্রচারিত হবে ‘তুমি আসবে বলে’। নাটকটি লিখেছেন লিটু সাখাওয়াত হোসেন। আরো জানতে...

Post a Comment

0 Comments