Header Ads Widget

শিক্ষার্থী জিহানের খোলা চিঠির পর চট্টগ্রামে তীব্র আন্দোলন

"জিহানের খোলা চিঠির জেরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উত্তাল প্রতিবাদ"

"জিহানের খোলা চিঠির জেরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উত্তাল প্রতিবাদ" 

আনিছুর রহমানঃ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় বৈষম্যের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে। ইসলামিয়া ডিগ্রি কলেজের ছাত্র জাহেদ ইসলাম জিহানের ফেসবুকে পোস্ট করা খোলা চিঠির পর থেকে সর্বস্তরের ছাত্র-জনতা তার পাশে দাঁড়িয়েছে। চিঠিতে জিহান অভিযোগ করেন, তার আপন চাচা প্রতারণার মাধ্যমে তাকে এবং তার মাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন।

 

এরই প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বাকলিয়া থানাধীন আলী স্টোর বিল্ডিং মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা জিহান ও তার মায়ের ন্যায্য সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং হামলাকারী সেলিম খান, আলম খান ও হাবিব খানকে গ্রেফতারের দাবি জানান।

 

প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া সমাবেশটি দ্রুত তীব্র বিক্ষোভে পরিণত হয়। শিক্ষার্থীরা "বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়" স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। সমাবেশে জিহান ও তার মা সাজু আক্তার তাদের ভোগান্তির কথা শোনান এবং শিক্ষার্থী ও জনসাধারণের সহমর্মিতার প্রশংসা করেন।

 

বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ইয়াছিন চৌধুরী আছু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসে পরিস্থিতি শান্ত করেন। তাদের উপস্থিতিতে অভিযুক্তরা পালিয়ে যায়। শিক্ষার্থীরা জানিয়েছে, এই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে তাদের সংগ্রামকে আরও দৃঢ় করেছে, এবং তারা তাদের প্রাপ্য অধিকার আদায়ে অটল থাকবে।

Post a Comment

0 Comments