![]() |
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন |
ব্যারিস্টার সুমন ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার
সাবেক সংসদ
সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন) গ্রেপ্তার হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার
দিকে রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পল্লবী থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, ব্যারিস্টার সুমন তাঁর
বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে মিরপুর ও আদাবর থানায় দুটি হত্যা মামলা
রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রাতে,
ব্যারিস্টার সুমন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানান, 'আমি পুলিশের সাথে
যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।'
ব্যারিস্টার
সুমন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য। শেখ হাসিনা সরকারের পতনের
পর, ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে তাঁর সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্যসহ
৭৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
0 Comments