![]() |
আহত শারমিন আক্তার (২৮) |
যৌতুকের দাবিতে স্বামীর বর্বরোচিত হামলায় স্ত্রী গুরুতর আহত!
মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে যৌতুক না দেওয়ার অভিযোগে শারমিন আক্তার (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করেছে তার স্বামী মোঃ নুরুল আবচার। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে উপজেলার কালীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আবদুর রশিদের ছেলে মোঃ নুরুল আবচারের সঙ্গে শারমিন আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনের শুরুর দিকে তারা সুখে থাকলেও পরবর্তীতে যৌতুকের দাবিতে শারমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে নুরুল। বিয়ের সময় এবং পরে শারমিনের বাবা নগদ ১ লাখ টাকা, ফার্ণিচার ও তিন ভরি সোনার গয়না যৌতুক হিসেবে দেন। তবু কিছুদিন আগে আবার যৌতুকের জন্য শারমিনকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়, যার ফলে শারমিন আদালতে মামলা করেন।
আদালত নুরুল আবচারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পরে তিনি আপোষ-মীমাংসার শর্তে জামিনে মুক্তি পান। তবে আপোষের পরেও যৌতুকের দাবিতে নির্যাতন বন্ধ হয়নি। বুধবার সন্ধ্যায় নুরুল পুনরায় ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে, এবং শারমিন অপারগতা প্রকাশ করলে তাকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তার ছেলে দ্রুত পরিবারের সদস্যদের খবর দেয়, এবং তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শারমিন আক্তার বলেন, "বুধবার সন্ধ্যায় ৫০ হাজার টাকা যৌতুক না দিতে পারায় আমার স্বামী আমাকে কুপিয়ে আহত করে।"
এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
0 Comments